পেঁয়াজ রপ্তানির ওপর শুল্ক কমানোর পাশাপাশি বেঁধে দেওয়া ন্যূনতম দাম প্রত্যাহার করেছে ভারত সরকার। দুটি ব্যবস্থাই ইতিমধ্যে কার্যকর হয়েছে। তবে দেশের বাজারে এখনো এর প্রভাব নেই। অথচ আন্তর্জাতিক বাজারে কোনো পণ্যের দাম বাড়ার খবর প্রচারের সঙ্গে সঙ্গে খুচরা বিক্রেতা পর্যন্ত সবাই দাম বাড়াতে তৎপর থাকেন।
পুরান ঢাকার শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী হাফিজুর রহমান গতকাল রোববার বলেন, ভারত রপ্তানি শুল্ক হ্রাস ও বেঁধে দেওয়া দাম প্রত্যাহার করলেও বাংলাদেশের বাজারে এখনো নতুন পেঁয়াজ ঢোকেনি। এ কারণে বাজারে কোনো প্রভাব পড়েনি।
এ বাজারের আরেকজন পেঁয়াজ ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, ভারতের পেঁয়াজ বাজারে ঢুকলে দাম কেজিতে ৬-৭ টাকা পর্যন্ত কমবে। তবে পেঁয়াজের নতুন চালান বাজারে আসতে আরও ১০ দিনের মতো লাগবে। দেশের সাম্প্রতিক অতিবৃষ্টির কারণে পেঁয়াজ আমদানি হয়নি।