দুই বছর আগে সত্যিকারের এক ‘গোলমেশিন’ রূপেই ম্যানচেস্টার সিটিতে পা দিয়েছিলেন আর্লিং হলান্ড। অভিষেক মৌসুমের অবিশ্বাস্য ছুটে চলায় গোলের পর গোল করে গড়েছিলেন অনেক রেকর্ড। এবার যেন তারই পুনরাবৃত্তি করতে চলেছেন তিনি। অন্তত পেপ গুয়ার্দিওলার কথায় তেমনই মনে হচ্ছে। ম্যানচেস্টার সিটির কোচ তো বলছেন, এই দলের জার্সিতে এবারই সবচেয়ে সেরা ফর্মে আছেন নরওয়ের তারকা।
এবারের প্রিমিয়ার লিগে গত দুই ম্যাচেই হ্যাটট্রিক করা হলান্ড শনিবারের ম্যাচেও করেছেন জোড়া গোল। তার নৈপুণ্যেই শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে সিটি।
সিটির ম্যাচের শুরুটা ছিল ভীষণ হতাশার। ২২ সেকেন্ডেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। সেই ধাক্কা সইয়ে ২০তম মিনিটে কেভিন ডে ব্রুইনের পাস পেয়ে ডান পায়ের কোনাকুনি শট সমতা টানেন হলান্ড। ১২ মিনিট পর এদেরসনের উঁচু করে বাড়ানো বল ধরে অফসাইডের ফাঁদ এড়িয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে জয়সূচক গোলটি করেন গত দুই আসরের গোল্ডেন বুট জয়ী। এবার চার ম্যাচে ৯ গোল করে সবার আগে ছুটছেন তিনিই।