ডিভাইসে যেসব পাসওয়ার্ড ভুলেও সেট করবেন না

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৩

ডিভাইস কিংবা সোশ্যাল মিডিয়ায় নিরাপত্তার জন্য পাসওয়ার্ড অবশ্যই ব্যবহার করতে হয় সবার। কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছেন যারা পাসওয়ার্ড একটু বড় হলে আর মনে রাখতে পারেন না। এজন্য খুব ছোট এবং খুব সহজেই অনুমান করা যায় এমন পাসওয়ার্ড সেট করেন। যা খুবই বিপজ্জনক।


আইটি ফার্ম হাইভ সিস্টেমের একটি সমীক্ষা অনুযায়ী, একটা ৮ সংখ্যার সাধারণ পাসওয়ার্ড হ্যাক করতে হ্যাকাররা সময় নেয় ঠিক ৩৭ সেকেন্ড। তাহলে বুঝতেই পারছেন আপনি কতটা নিরাপদ আছেন।



বেশিরভাগ মানুষ যেসব পাসওয়ার্ড ব্যবহার করে তা হচ্ছে, পাসওয়ার্ড, পাসওয়ার্ড@১২৩, পাসওয়ার্ড১২৩, পাসওয়ার্ড@১ এবং পাসওয়ার্ড১ ইত্যাদি। দ্বিতীয় জনপ্রিয় পাসওয়ার্ড হল ‘১২৩৪৫৬’, যা প্রায় ১ লাখ ৬৬ হাজার ৭৫৭ বার ব্যবহার করা হয়েছে। এছাড়াও সমীক্ষায় দেখা গেছে ভারতেই শুধু ‘বিগবাস্কেট’ শব্দটি ব্যবহার করা হয়েছে ৭৫ হাজার ০৮১ বার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us