টাইপ ২ ডায়াবেটিস রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘সেমাগ্লুটাইড’, যা বাজারে ‘অজেমপিক’ নামে পরিচিত। এটা নাকি বুড়িয়ে যাওয়ার হার কমিয়ে তারুণ্য ধরে রাখতেও সহায়ক—এমনটাই বলছেন যুক্তরাষ্ট্রের ইয়েল স্কুল অব মেডিসিনের প্রফেসর হারলান ক্রামহোলজ। তাঁর দলের বেশ কিছু গবেষণায় বেরিয়ে এসেছে সেমাগ্লুটাইড ব্যবহারে হার্ট ফেইলিওর, আর্থ্রাইটিস, আলঝেইমারস এবং কিছু ধরনের ক্যান্সারেরও উপশম হয়। দেহের প্রায় প্রতিটি সিস্টেমের ওপর ইতিবাচক প্রভাব থাকায় ওষুধটি বার্ধক্য ঠেকিয়ে রাখে বললেও ভুল হবে না।
গবেষকদলটি ১৭ হাজারেরও বেশি হৃদরোগীর ওপর গবেষণা চালিয়ে দেখেছেন, তাদের মধ্যে ওষুধটি সেবনে রোগের প্রকোপ এবং মৃত্যুর হার কমেছে। তার মানে অবশ্য এ নয় যে ডাক্তারের পরামর্শ ছাড়া অজেমপিক সেবন করা উচিত। সঠিক ডায়েট এবং ব্যায়ামের কার্যকারিতা বাড়াতে অজেমপিক কাজ করে। শুধু ওষুধ সেবনে তেমন লাভ হবে না।