ক্রীড়াঙ্গনের স্বার্থে সুপারিশগুলো ভেবে দেখুন

সমকাল দুলাল মাহমুদ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৭

চারপাশে বইছে পরিবর্তন আর সংস্কারের হাওয়া। সে হাওয়ায় দুলছে ক্রীড়াঙ্গনও। এমনিতেই ক্রীড়াঙ্গনে পরিবর্তন অনিবার্য হয়ে উঠেছিল। চিরাচরিত যে নিয়মে ক্রীড়াঙ্গন চলেছে, তা সেই মান্ধাতার আমলের। ব্যক্তি বদলালেও সিস্টেম অপরিবর্তিত রয়ে গেছে। অনেকটা থোড় বড়ি খাড়া, খাড়া বড়ি থোড়। ৫৩ বছর পেরিয়ে এলেও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের বড় কোনো অর্জন নেই বললেই চলে। 


আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য পেতে হলে আগের নিয়ম অনুসরণে তা ফলপ্রসূ হবে না। মুখ বদল হলেই পরিবর্তন আসবে না। বদলে ফেলতে হবে খোলনলচে। বদল আনতে হবে সিস্টেমে। আগে তো মনের আনন্দে খেলতে দিতে হবে। কিন্তু কোথায় খেলার মাঠ! মাঠ বা এক টুকরো খোলা জায়গা পেলেই আগে যেখানে শিশু-কিশোররা খেলাধুলা করত, সেই মাঠ ও জায়গা ক্রমশ অবরুদ্ধ করে ফেলা হয়েছে। ক্রীড়াঙ্গনকে নতুনভাবে ঢেলে সাজানোর চিন্তাভাবনা করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us