কর্মক্ষেত্রে কিংবা পড়ালেখার সুবাদে অনেকেই একটানা দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করেন। একই সঙ্গে চলে স্মার্টফোনের ব্যবহার। এক্ষেত্রে বাড়তে পারে চোখের সমস্যা। যাদের দৈনন্দিন জীবনশৈলীতে এই অভ্যাসগুলো যুক্ত আছে তাদের চোখে একাধিক সমস্যা দেখা দিতে পারে। যেমন-
>> চোখে জ্বালা করা।
>> হঠাৎ চোখ থেকে পানি পড়া।
>> চোখ লাল হয়ে যাওয়া।
>> চোখের চারপাশে ব্যথা হওয়া।
>> চোখে চুলকানি দেখা দেওয়া।
>> রাতে চোখে ঝাপসা দেখা।