এখন থেকে বিনা খরচে টেলিফোন করে সরকারকে নিজেদের ক্ষোভ ও অসন্তোষের কথা জানাতে পারবেন শ্রমিকরা।
সেজন্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একটি হেল্পলাইন চালু করা হয়েছে। টোল ফ্রি এই হেল্পলাইনের নম্বর ১৬৩৫৭।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, শ্রম অসন্তোষ সংক্রান্ত অভিযোগসহ শ্রম সংক্রান্ত সকল প্রকার অভিযোগ জানাতে এই নম্বরে ফোন করা যাবে।