স্পেসএক্স’র ক্যাপসুল থেকে প্রথম প্রাইভেট স্পেসওয়াক পরিচালনার দ্বারপ্রান্তে পোলারিস ডন মিশনের নভোচারীরা।
বৃহস্পতিবার নভোচারীরা এ ক্যাপসুল থেকে বেরিয়ে এ প্রচেষ্টা চালাবেন, যার আগে বেশ কয়েক ঘণ্টা মিশনটি বিলম্বিত হয়েছে। এর পাশাপাশি, কোম্পানির সবচেয়ে ঝুঁকিপূর্ণ এই মিশনে তারা নিজেদের নতুন স্পেসস্যুটও পরীক্ষা করে দেখবেনে বলে প্রতিবেদনে লিখেছে রয়টার্স।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে ক্রু ড্রাগন ক্যাপসুলটি উৎক্ষেপণ করে স্পেসএক্স, যার মধ্যে একজন বিলিয়নেয়ার উদ্যোক্তা, একজন অবসরপ্রাপ্ত সামরিক পাইলট ও স্পেসএক্স-এর দুইজন কর্মী আছেন। কক্ষপথে পৌঁছানোর পর থেকে তারা সেখানেই অবস্থান করছেন।