সংস্কার টেকসই হতে হবে

যুগান্তর এ এইচ এম সাদেক প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৬

স্বাধীনতা ও বিজয় রক্ষা করা বিজয় অর্জনের চেয়ে কঠিন। যেমন, স্বৈরশাসকরা কেবল মুকুট পরতে জানে, কিন্তু তারা মুকুট ছাড়ার পথ জানে না বা চেনে না। চাটুকারবেষ্টিত চরম কর্তৃত্ববাদী ও স্বেচ্ছাচারীদের ধ্বংস ও বিনাশের চাবি কোন বাতিঘরে লুকানো থাকে, তা তারা আন্দাজ করতে পারে না। বিশ্বের সব স্বৈরাচারীর রীতিনীতি ও মূলমন্ত্র প্রায় এক ও অভিন্ন। তারা অনেকটাই নেশার ঘোরে চলে। হুঁশ ও জোশের তাল-লয়ে ঘাটতি থাকে।


ইতিহাস সাক্ষ্য দেয়, হঠাৎ কোনো ছোট্ট ঝড়ের কবলে পড়ে স্বৈরাচারদের সুরক্ষিত নিরাপদ নিবাস তছনছ হয়ে যায়। অথচ বৃহৎ ইনফ্লুয়েন্সিয়াল প্যারামিটার (অভ্যন্তরীণ ও বহিঃশক্তি), প্রচুর রক্তপাত, প্রতিবাদ, বিক্ষোভ, জন-অসন্তোষের প্রতিধ্বনির পারদ চরমে উঠলেও গদির বিনাশ হয় না। অথচ ক্ষুদ্র কারণে মসনদের পতন হয়। এর বাস্তব উদাহরণ বাংলাদেশ।


গত ৫ আগস্ট বাংলাদেশে সংঘটিত বিপ্লব ও গণঅভ্যুত্থান রাষ্ট্রবিজ্ঞানী ও বিশ্বরাজনীতির পাঠচক্রে এক আর্কষণীয় অধ্যায় হিসাবে থাকবে। এর প্রয়োজনীয়তা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহসাই ফুরিয়ে যাবে না, বরং এর আবেদনটা থেকে যাবে বলেই মনে হচ্ছে। এটি একটি থিম গেম। উত্থান-পতন।



খেয়াল করলে দেখা যায়, যে স্বাধীনতাবিরোধী বা ‘রাজাকার’ শব্দের চটকদার স্টিগমা বা সুকৌশল ব্যবহারে পতিত কর্তৃত্ববাদী সরকারের উত্থান ও জয়যাত্রা, সেই একই শব্দের (রাজাকার) অপব্যবহার ও অপপ্রয়োগের মধ্যে তার পতন নিশ্চিত হলো। বিধির কী খেলা!


বস্তুত যখন কোনো সরকার বা প্রশাসন অবজেক্টিভলি দূরাচার হয় ও নৈতিক অবক্ষয়ের বাহক হয় এবং তার চারপাশ হয় তোষামোদকারী বা চাটুকার পরিবেষ্টিত, তখন তারা কর্ণকুহরে কেবল কোকিলের গানই শুনতে পায়, শুনতে পায় না জনগণের হাহাকার ধ্বনি ও নির্যাতিত নিষ্পেষিত মানুষের গোঙানি।


এ গোঙানির ধ্বনি প্রতিধ্বনিত হয়েই সমাজ বা জনগণের ভেতরে তৈরি হয় স্পার্টাকাস, গ্ল্যাডিয়েটর। এ স্পার্টাকাস, গ্ল্যাডিয়েটরা তখন তক্ত-মসনদের শেকড়কে তুলার মতো উড়িয়ে দেয়, যার প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ।


সবকিছু মজবুত, সব ঠিক আছে, উন্নয়নের বুলি বারবার জাতির সামনে সগৌরবে আওড়ানোর পরও এমন অপমানজনক ও অসম্মানজনক পতন কেন হলো? এ পতনের উত্তর জনগণ জানে। পতিত শাসকগোষ্ঠীও জেনেছিল ও বুঝেছিল। কিন্তু সমস্যা হলো-মানেনি, মানতে চায়নি। ওই যে আমিত্ববোধ, আমিই সব। এখানেই সব আটকে ছিল, যার ফল বড্ড তেতো হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us