ফিরোজ খুশির বিরুদ্ধে অভিযোগ নির্ধারিত মাপের চেয়ে চওড়া ব্যাট নিয়ে খেলতে নামার। সেই অভিযোগে শাস্তি পেয়েছে তাঁর কাউন্টি দল এসেক্স। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) ১২ পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ কাউন্টির প্রথম বিভাগে খেলা ক্লাবটির। তাতে শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাওয়ায় খেপেছে এসেক্স। কাউন্টি ক্লাবটি উল্টো আঙুল তুলেছে ইসিবির দিকে। তারা বলেছে ব্যাটের মাপ নেওয়ার ‘গজ-ফিতাতে’ই সমস্যা ছিল, আর এ পয়েন্ট কেটে ‘বোকামি’ করেছে ইসিবি।
ঘটনাটি গত এপ্রিলে মৌসুমের শুরুর দিকের। ট্রেন্ট ব্রিজে ম্যাচ চলাকালেই আম্পায়াররা মাঠে ও মাঠের বাইরে দুবার পরীক্ষা করেন ফিরোজ খুশির ব্যাট। ব্যাটের মাপ ঠিক আছে কি না, সেটি দেখার পরিমাপকে আটকে গিয়েছিল ব্যাট। নটিংহামশায়ারের বিপক্ষে সেই ইনিংসে ২১ রান করেছিলেন খুশি।
ব্যাটের নির্মাতা গ্রে-নিকোলস জানিয়েছে, এমসিসির নিয়ম মেনেই ১০.৮ সেন্টিমিটার চওড়া ব্যাট বানিয়েছেন তারা। সাসেক্সের কারখানা থেকে অর্ডার সরবরাহের আগেও মাপ ঠিক আছে কি না, সেটি দেখা হয়েছে বলেও জানায় কোম্পানিটি।