এক ট্রিলিয়ন মানে হচ্ছে এক লাখ কোটি। ডলারের অঙ্কে এত পরিমাণ সম্পদের হিসাব উঠে আসেনি কারো। তবে, সম্ভবত সে দিন ফুরাচ্ছে।
২০২৭ সালের মধ্যে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হতে যাচ্ছেন ইলন মাস্ক — সম্প্রতি এমনই দাবি করা হয়েছে সম্পদ ট্র্যাকিং গ্রুপের নতুন এক প্রতিবেদনে।
ইভি বা বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা টেসলা, ব্যক্তিমালিকানাধীন রকেট কোম্পানি স্পেসএক্স ও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এর প্রধান হিসেবে ‘ইনফরমা কানেক্ট একাডেমি’র অনুসন্ধান বলছে, গড়ে বার্ষিক ১১০ শতাংশ হারে সম্পদ বাড়ছে মাস্কের।