বন্যার পানি নামতে শুরু করলেও বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে নানা স্বাস্থ্য সমস্যা। বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীদের এ সময় বেশ কিছু সমস্যা হতে পারে। যা তাঁদের ও গর্ভস্থ সন্তানের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। বন্যার কারণে পানিবাহিত রোগের ঝুঁকি বৃদ্ধি পায়। যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড প্রভৃতি। তাই বন্যার সময় আলাদা করে অন্তঃসত্ত্বা নারীদের দিকে বিশেষ নজর দেওয়া উচিত।
স্বাস্থ্যসেবা: নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও গাইনোকোলজিস্টের পরামর্শ যেন বাদ না যায়, সেদিকে লক্ষ রাখতে হবে। এ জন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্পের সেবা নিশ্চিত করতে হবে। জরুরি পরিস্থিতির জন্য একটি ফার্স্ট এইড কিট সঙ্গে রাখুন।
পানি ও স্যানিটেশন: নিরাপদ পানি পান ও স্যানিটেশন বজায় রাখার চেষ্টা করতে হবে। সঠিকভাবে হাত ধোয়া গুরুত্বপূর্ণ। বন্যার সময় খাবারের সরবরাহ সীমিত হতে পারে, তাই প্রয়োজনীয় পুষ্টি নিশ্চিতের জন্য ভিটামিন ও মিনারেলসের পরিপূরক গ্রহণ করা যেতে পারে। পরিষ্কার ও শুকনা কাপড় পরতে হবে।