যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় স্থানীয় সময় আজ মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) এবিসি নিউজের বিতর্কে কমলা হ্যারিস মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের। আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে এ বিতর্কের মঞ্চে ট্রাম্পের বিপক্ষে কমলা হ্যারিস কেমন করেন, তা দেখতে চোখ রাখবেন কোটি কোটি দর্শক। বিতর্কের মঞ্চে কমলা কি আদৌ তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্পকে ঘায়েল করতে পারবেন, নাকি প্রতিদ্বন্দ্বীর আক্রমণাত্মক বক্তব্যে নিজেই ধরাশায়ী হবেন, এ নিয়ে আলোচনা চলছে। রিপাবলিকান সমর্থকেরা বলছেন, মঞ্চে কথা বলতে পারবেন না কমলা। অন্যদিকে ডেমোক্র্যাট সমর্থকেরা বলছেন, কমলার প্রস্তুতি যথেষ্ট ভালো। তিনি মঞ্চে প্রতিপক্ষকে ধসিয়ে দিতে প্রস্তুত।
বিপুলসংখ্যক দর্শক টেলিভিশনে কমলা ও ট্রাম্পের এ বিতর্ক অনুষ্ঠান দেখবেন বলে মনে করা হচ্ছে। বিতর্ক সামনে রেখে সম্প্রতি এএফপির প্রতিনিধিরা কয়েকজন মার্কিন ভোটারের সঙ্গে কথা বলেছেন। দেখা গেছে, দুই দলের সমর্থকেরাই তাঁদের প্রার্থীকে নিয়ে আশাবাদী। তাঁদের ধারণা, মুখোমুখি বিতর্কে তাঁদের নেতাই ভালো করবেন। বিতর্কে কমলা ও ট্রাম্প নীতিমালা ও মূল্যবোধ নিয়ে কী আলোচনা করবেন, তার পাশাপাশি তাঁদের অঙ্গভঙ্গি, সংযম ও পারদর্শিতা নিয়েও ভাবছেন তাঁরা।
পেনসিলভানিয়ায় সম্প্রতি ট্রাম্পের একটি সমাবেশে যোগ দিয়েছিলেন ৭৩ বছর বয়সী অবসরপ্রাপ্ত কর্মকর্তা ফ্লো এবারহার্ট। তিনি বলেন, ‘আমি মনে করি, ট্রাম্প সুবিধাজনক অবস্থানে আছেন।’ এবারহার্ট মনে করেন, যা কিছু চলছে কমলা হ্যারিস মূলত তার কোনো কিছুই জানেন না। তিনি কথা বলতে পারেন না।’