কয়েকদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আওয়ামী লীগপন্থী শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর বিভিন্ন কথোপকথনের স্ক্রিনশট। যেখানে গত জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে দমাতে একদল শিল্পীর নানা পরিকল্পনার চিত্র ফাঁস হয়েছে।
প্রায় শতাধিক অভিনয়শিল্পী, নির্মাতা, সাংবাদিকদের অংশগ্রহণে পরিচালিত হতো ‘আলো আসবেই’ নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটি। যার অ্যাডমিনের দায়িত্বে ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি।
গণঅভ্যুত্থানে চলাকালীন আন্দোলনকারীদের নিয়ে শিল্পীদের নানা মন্তব্য ও পরিকল্পনা ফাঁস হওয়ার পরে শুরু থেকেই চুপ ছিলেন এই অভিনেত্রী। তবে সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি। জানিয়েছেন, নিজের অবস্থান।