স্থানীয় সরকারের জনপ্রতিনিধি না থাকায় অনিয়মিত হয়ে পড়েছে মশক নিধন কর্মসূচি। বিশেষজ্ঞদের আশঙ্কা, শিগগির ডেঙ্গুর মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিতে পারে।
ইতোমধ্যেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেশি।
আগস্টের শুরুতে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ও দপ্তরে অনুপস্থিত থাকায় ১২টি সিটি করপোরেশনের মেয়র, ৩৩০ জন পৌর মেয়র ও প্রশাসক ও প্রায় সব জেলা-উপজেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করা হয়।
ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৮০ শতাংশ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ৭৫ শতাংশ কাউন্সিলর এখনো অনুপস্থিত। ফলে মশক নিধন অভিযানের ওপর নজরদারি করার কেউ নেই।
তাদের দায়িত্ব পালনের জন্য অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসক নিয়োগ করেছে।
চলতি বছরে এডিস মশাবাহিত এই রোগে ৯২ জনের মৃত্যু হয়েছে। গতকাল পর্যন্ত ডেঙ্গু শনাক্ত রোগী ছিলেন ১৪ হাজার ৮০৪ জন।