ছাত্র-জনতা বৈষম্যবিরোধী একটা আন্দোলনের মাধ্যমে দেশকে স্বৈরাচারমুক্ত করতে পেরেছে। মুক্তি এত সহজে আসেনি। এর জন্য শত শত মানুষকে রক্ত দিতে হয়েছে। হাজারো মানুষ এখনো দেশের বিভিন্ন প্রান্তে আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। অনেক ত্যাগের বিনিময়ে এসেছে মুক্তি।
এখন প্রশ্ন হচ্ছে, এই যে বৈষম্যবিরোধী একটা আন্দোলন হলো, এর ফলে মুক্তিও এল, কিন্তু এই বৈষম্য ব্যাপারটা আসলে কী?
এই আন্দোলন যখন সফল হওয়ার পর এক রাতে গিয়েছি ঢাকার জাহাঙ্গীর গেটের একটা রেস্তোরাঁয়। এই এলাকাটা ঢাকার পশ এলাকাগুলোর মধ্যেই পড়ে। রাতের খাবার শেষ করে হেঁটেই বাসায় ফেরার সিদ্ধান্ত নিয়েছি। শাহীন কলেজের ঠিক সামনে একটা পদচারি সেতু আছে। সেতু পার হয়ে শাহীনবাগের গলি দিয়ে নাখালপাড়ায় নিজের বাসায় যেতে হবে।