দীর্ঘদিন ধরে অসুস্থ বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে তাঁর গুলশানের বাসভবন ফিরোজায় গেছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে ফিরোজায় যান তিনি। এ সময় তিনি খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন ব্রিটিশ হাইকমিশনারসহ অতিথিদের স্বাগত জানান। খালেদা জিয়ার জন্য চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার, এফ এম সিদ্দিকী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়াল এ সময় উপস্থিত ছিলেন।