দ্বিতীয় দফায় যখন বাংলাদেশ দলের কোচের চেয়ারে বসেন চন্ডিকা হাথুরুসিংহে তখন তাঁকে নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। ক্রিকেটবোদ্ধা থেকে শুরু করে সাধারণ সমর্থকদেরও অনেকে বলেছিলেন, ‘ধুর, আবার কেন হাথুরু!’ তাঁদের সেই অস্বস্তি কাটিয়ে হয়ে গেলেন বাংলাদেশের সফলতম কোচ। তাঁর অধীনেই বাংলাদেশ অনেক ঐতিহাসিক জয় পেয়েছে।
গতকাল মঙ্গলবার কোচ হাথুরুর সাফল্যের মুকুটে যোগ হলো আরেকটি পালক—প্রথমবার টেস্টে পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইটওয়াশ করল লিটন-মিরাজেরা। যে প্রাপ্তির সঙ্গে থাকবে এই লঙ্কান কোচের নামও।