সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দাগামী একটি বিমান থেকে সালাহউদ্দিন নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব। তিনি কক্সবাজার সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ‘ব্যক্তিগত ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে র্যাব-৯ ও র্যাব-১৫–এর যৌথ অভিযানে তাঁকে আটক করা হয়। রাতেই তাঁকে বিমানবন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিমানবন্দর থানা পুলিশ আজ মঙ্গলবার দুপুরে সালাহউদ্দিনকে আদালতে পাঠায়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান প্রথম আলোকে বলেন, সালাহউদ্দিনের বিরুদ্ধে উখিয়া থানায় তিনটি মামলা রয়েছে। সেগুলোতে তিনি এজহারনামীয় আসামি। তাঁর বিরুদ্ধে ঘর পোড়ানোসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। আদালতে তোলার সময় তিনটি মামলার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আটকের পর উখিয়া থানাও যোগাযোগ করে মামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।