ক্ষমতাচ্যুতদের জুজুর ভয় বনাম বিএনপির সৌহার্দ্য-বার্তা

সমকাল এম আবদুল্লাহ প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৬

বক্তব্যটি ২০১৮ সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগের। আওয়ামী লীগের প্রবীণ নেতা তোফায়েল আহমেদ দলীয় নেতাকর্মীকে সতর্ক করে বলেছিলেন, ‘ক্ষমতাচ্যুত হলে প্রথম দিনেই আওয়ামী লীগের এক লাখ লোক মারা যাবে।’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বিভিন্ন সময়ে অনুরূপ বক্তব্যে দলীয় নেতাকর্মীকে জুজুর ভয় দেখিয়েছেন। 


প্রসঙ্গের অবতারণা করলাম মূলত ৫ আগস্টের বিপ্লবোত্তর বাংলাদেশে যে আওয়ামী লীগের ‘এক লাখ লোক হত্যার শিকার’ হয়নি– তা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। এটা বহুলচর্চিত রাজনৈতিক সংস্কৃতির ইতিবাচক পরিবর্তন, যা খুবই স্বস্তির। বাংলাদেশের প্রচলিত রাজনৈতিক সংস্কৃতিতে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে হিংসা-বিদ্বেষ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। রাজনীতিতে দ্বন্দ্ব-সংঘাত প্রকট আকারে দেখা গেছে সময়ে সময়ে। দুটি দলই পরস্পরকে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর পরিবর্তে চরম শত্রু মনে করে। ফলে এই হিংসা-বিদ্বেষ উচ্চ পর্যায় থেকে দলের নিম্ন পর্যায়ে ছড়িয়ে পড়ে। কর্মীদের মধ্যেও সংক্রমিত হয়। তারা এই বিদ্বেষ ও বৈরিতাকে এগিয়ে নিয়ে যান। এটা কোনো গণতান্ত্রিক সংস্কৃতির জন্য ভালো কথা নয়। 


ক্ষমতা কুক্ষিগত রাখতে আওয়ামী লীগ নেতৃত্ব দলীয় লোকদের জুজুর ভয় দেখিয়ে প্রকারান্তরে তাদের সঙ্গেও যে প্রতারণা করেছেন, তা এরই মধ্যে প্রমাণিত। কেবল দলীয় লোকদের নয়; দেশের সনাতন ধর্ম, বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বদ্ধমূল ধারণা দেওয়ার চেষ্টা হয়েছে– আওয়ামী লীগ না থাকলে এ দেশে তারা নিরাপদে বসবাস করতে পারবে না।
স্বাভাবিকভাবেই দেড় দশকজুড়ে প্রতিশোধ, প্রতিহিংসা ও প্রতিপক্ষ নির্মূলের যে ভয়াবহ নজির আওয়ামী লীগ স্থাপন করে গেছে, তাতে অনেকেরই আশঙ্কা ছিল– রাজনৈতিক পালাবদলের পর বড় ধরনের রক্তপাত হবে দেশজুড়ে। কিন্তু সে আশঙ্কা মিথ্যা প্রমাণিত হয়েছে। বিচ্ছিন্নভাবে কিছু সহিংস ঘটনা ঘটলেও অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর অবস্থান এবং বিএনপি-জামায়াত নেতৃত্বের দায়িত্বশীল ভূমিকায় সংঘাত-সহিংসতার ব্যাপকতা এড়ানো গেছে।  



শীর্ষস্থানীয় একটি ইংরেজি দৈনিকে কয়েক দিন আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সাক্ষাৎকারের একটি প্রশ্ন ছিল এ রকম– ‘শেখ হাসিনাবিরোধী আন্দোলনে প্রায় সাড়ে পাঁচশ মানুষ মারা গেছে এবং যার অধিকাংশই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। কিন্তু শেখ হাসিনা পদত্যাগে বাধ্য হওয়ার পরও প্রায় ২০০ মানুষ মারা গেছে এবং যেগুলোকে বলা হচ্ছে প্রতিহিংসার বলি, এ বিষয়টিকে আপনি কীভাবে দেখেন?’ পত্রিকাটি কীসের ভিত্তিতে এ ধরনের পরিসংখ্যান দিল, তা বোঝা গেল না। তবে প্রশ্নোত্তরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যথার্থভাবেই বলেছেন, ‘যা হয়েছে, সেটিকে বিপ্লব-পরবর্তী বলা ঠিক হবে না। এগুলো হয়েছে বিপ্লবের মুহূর্তে। বিপ্লব-পরবর্তী যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে, তারপর একটিও এমন ঘটনা ঘটেনি।’ 


বিএনপি মহাসচিব আলোচ্য সাক্ষাৎকারে প্রতিশোধ, প্রতিহিংসার রাজনীতির পরিবর্তে সৌহার্দ্য, ভালোবাসা ও সুসম্পর্কের বার্তা দেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার পক্ষে দলীয় অবস্থানও স্পষ্ট করেন। দখল, দলীয়করণ, হাওয়া ভবনের সঙ্গে আয়নাঘরের তুলনাসহ বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করাটা ‘ইনজাস্টিস’ বলে প্রত্যাখ্যান করেন। তিনি মনে করেন, বিএনপিকে হেয় করার জন্যই কতিপয় প্রতিষ্ঠান ও ব্যক্তি ‘নেগেটিভ ন্যারেশন’ দিয়ে থাকে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us