লক্ষ্য যখন ১৮৫, ইতিহাস বাংলাদেশেরই পক্ষে

প্রথম আলো প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪২

রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে ১৮৫ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। টেস্টের চতুর্থ ইনিংসে এত রান তাড়া করে কি কখনো জিতেছে বাংলাদেশ? উত্তরটা হ্যাঁ। একবার নয়, দুবার এর চেয়ে বড় লক্ষ্য ছুঁয়ে টেস্ট জিতেছে বাংলাদেশ।


প্রথমবার ২০০৯ সালে গ্রেনাডায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সিরিজের দ্বিতীয় টেস্টে ২১৬ রানের লক্ষ্যটা ৪ উইকেট হাতে রেখেই দেশের বাইরে প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৬৭ রানে ৪ উইকেট হারানোর পর উইকেটে গিয়ে ৯৭ বলে ৯৬ রানের অসাধারণ এক ইনিংস খেলেই দলের জয়ে নেতৃত্ব দিয়েছিলেন সেই ম্যাচেই বাংলাদেশের অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচ খেলা সাকিব আল হাসান।



পরের ঘটনাটা ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। কলম্বোর সেই ম্যাচ ছিল টেস্টে বাংলাদেশের শততম। মাইলফলকের সেই ম্যাচ জিতেই উপলক্ষটা উদ্‌যাপন করে বাংলাদেশ। ওই ম্যাচে মুশফিকুর রহিমের দলের লক্ষ্য ছিল ১৯১ রানের। ওপেনার তামিম ইকবালের ৮২ রানের ইনিংসটাই সহজ করে দেয় বাংলাদেশের পথচলা। এই ম্যাচও বাংলাদেশ জেতে ৪ উইকেটে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us