এখন থেকে ভারতে আর যথেচ্ছভাবে বুলডোজার চালানো যাবে না। সুপ্রিম কোর্ট আজ সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন, কোনো ব্যক্তি কোনো মামলায় অভিযুক্ত হলে কিংবা দোষী সাব্যস্ত হলেও তাঁর ঘরবাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা যায় না। সে জন্য প্রয়োজনে সর্বভারতীয় পর্যায়ে তাঁরা নিয়মবিধি তৈরি করার কথা ভাববেন।
সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এ মন্তব্যও করেন, একজনের অপরাধের শাস্তি পরিবারের সবাইকে দেওয়া যায় না। অবৈধ নির্মাণ ভাঙা যেতেই পারে। কিন্তু সে ক্ষেত্রে সরকারকে কিছু কিছু বিষয় মেনে চলতে হয়। যেমন প্রথমে নোটিশ দিতে হয়। নোটিশের উত্তর দেওয়ার জন্য সময় দিতে হয়। ভাঙার প্রশ্ন আসে তারপর।