‘স্বাধীন বাংলা বেতার’ কনসার্টে গাইবে এক ডজন ব্যান্ড

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩২

‘কার্নিভাল’, 'মেঘদল', ‘শিরোনামহীন’সহ দেশের এক ডজন ব্যান্ড দল নিয়ে ঢাকায় একটি কনসার্টের আয়োজন করা হয়েছে চলতি সপ্তাহের শেষে।


‘ঢাকা রক কার্নিভাল: স্বাধীন বাংলা বেতার’ শিরোনামের কনসার্টটি হবে আগামী ৬ সেপ্টেম্বর।


ঢাকার ১০০ ফিটের গ্রিনভিল আউটডোরে এই কনসার্টের আয়োজন করেছে ‘ইউনাইটেড কমিউনিকেশন’ নামের একটি প্রতিষ্ঠান।


এর কর্ণধার এনামুল হক বনি গ্লিটজকে বলেন, ঢাকা রক কার্নিভালের প্রথম সিজনের অংশ হিসেবে এ কনসার্ট হতে যাচ্ছে।


“আমরা এই সিজনের নাম দিয়েছি 'স্বাধীন বাংলা বেতার'। ধারাবাহিকভাবে দ্বিতীয় ও তৃতীয় সিজন হিসেবে আরও কনসার্টের আয়োজন করে যাব।"


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us