ছাত্র আন্দোলনের জের ধরে গত ১৮ জুলাই বন্ধ করে দেওয়া হয় দেশের ইন্টারনেট সেবা। থমকে যায় ইন্টারনেটনির্ভর সব কাজ। দেশে স্থবির হয়ে পড়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো। ওই দিন বিকেলে বঙ্গে সর্বশেষ মুক্তি পেয়েছিল রাশেদ রাহার ওয়েব সিনেমা ‘কলকাতা ডায়েরিজ’।
এরপর ইন্টারনেট সচল হলেও সরকার পতন, অন্তর্বর্তী সরকার গঠন ও বন্যা পরিস্থিতির কারণে নতুন কনটেন্ট রিলিজ দেওয়ার সাহস পাচ্ছিল না প্ল্যাটফর্মগুলো। অবশেষে ওটিটিতে আসছে নতুন কনটেন্ট। দেড় মাস পর আগামী ৫ সেপ্টেম্বর চরকিতে মুক্তি পেতে যাচ্ছে নতুন ওয়েব সিনেমা ‘ফরগেট মি নট’।
নোটবিহীন একটি সুইসাইডের জের ধরে অপরাধবোধে আক্রান্ত দুই নারীর ভালোবাসা ও হারানো স্মৃতি খোঁজার গল্প নিয়ে ফরগেট মি নট বানিয়েছেন রবিউল আলম রবি। এতে জুটি হিসেবে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী ও ইয়াশ রোহান। আরও আছেন বিজরী বরকতুল্লাহ, ইরফান সাজ্জাদ প্রমুখ।