পদত্যাগের জন্য সালাউদ্দিনকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ৩১ আগস্ট ২০২৪, ১৩:০৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনকে পদত্যাগের জন্য ২৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। এ সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে তাকে ক্রীড়াঙ্গনে অবাঞ্চিত ঘোষণা করে হবে বলে হুমকি দিয়েছেন তারা।


আজ (শনিবার) বাংলাদেশ ক্রীড়া উন্নয়ন পরিষদের ব্যানারে মতিঝিলের বাফুফে ভবনের সামনে মানববন্ধন করেন সাবেক ফুটবলার ও সংগঠকরা। সেখানেই এসব ঘোষণা দেওয়া হয়।



বিএনপির কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ অ্যথলেটিকস ফেডারেশনের সাবেক সভাপতি আবদুস সালাম, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও তারকা গোলরক্ষক আমিনুল হক, সাবেক তারকা গোলরক্ষক ছাইদ হাছান কানন, রুম্মন ওয়ালি বিন সাব্বিরসহ সাবেক ফুটবলাররা এই মানববন্ধনে অংশ নেন।


এ সময় বিএনপি নেতা আবদুস সালাম ঘোষণা দেন, নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করলে সালাউদ্দিনকে যেখানে পাওয়া যাবে সেখানেই লাঞ্ছিত করা হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us