রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে গিয়ে ইউক্রেনের একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।
সোমবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে কিইভের সামরিক বাহিনী।
অগাস্টের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি যুদ্ধবিমানটি সরবরাহের পর এই প্রথম এমন ক্ষতির শিকার হলো ইউক্রেন।
ইউক্রেনের জেনারেল স্টাফ বৃহস্পতিবার ফেইসবুকে জানিয়েছেন, রুশ লক্ষ্যবস্তুর কাছাকাছি যাওয়ার সময় আক্রমণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। এতে এফ-১৬ যুদ্ধবিমানটির বৈমানিক ওলেক্সি মেস নিহত হন।
এফ-১৬ যুদ্ধবিমান 'উচ্চ দক্ষতার পরিচয়' দিয়েছে এবং চারটি রুশ ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও জানিয়েছে রয়টার্স।