চুলের স্বাস্থ্য ভালো রাখতে, চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে স্ক্যাল্পে ম্যাসাজ করার বিকল্প নেই। স্ক্যাল্প ম্যাসাজ করলে চুল পড়া কমে। কিন্তু ঘুমানোর আগে স্ক্যাল্প ম্যাসাজ করলে কী হয় জানেন? আছে নানাবিধ উপকারিতা।
ঘুমানোর আগে ১০ মিনিট স্ক্যাল্প ম্যাসাজ করলে যেসব উপকার পাবেন
মানসিক চাপ থেকে মুক্তি
আজকাল সবাই কাজ নিয়ে ব্যস্ত। আর ব্যস্ত জীবনে প্রত্যেকেরই মানসিক চাপ খুব বেশি। এই দুশ্চিন্তার প্রভাব পড়ে শরীরেও। অতিরিক্ত চিন্তা করলে, মানসিক চাপে থাকলে প্রচুর পরিমাণে চুলও পড়ে। আপনি যদি নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ করেন, তাহলে মানসিক চাপ অনেকটাই কমবে। রাতে ঘুম ভালো হবে। সেই সাথে চুলের স্বাস্থ্যের উন্নতি ঘটবে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্ক্যাল্পে ম্যাসাজ করলে স্ট্রেস হরমোনের মাত্রা কমে। এতে রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে।
হেয়ার ফলিকলে অক্সিজেন পৌঁছাবে
স্ক্যাল্পে ম্যাসাজ করলে মাথায় এবং ঘাড়ে রক্ত সঞ্চালন হয়। প্রতিটি হেয়ার ফলিকলে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন পৌঁছে যায়। তাই ফলিকলের কোষগুলো সুস্থ থাকে। এতে চুল লম্বা হয়। আপনি যদি দুর্বল ও ভঙ্গুর চুলের সমস্যায় ভোগেন, তাহলে প্রতি রাতে অবশ্যই মাথায় ম্যাসাজ করুন।