চুল পড়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। চুল পড়বে আবার গজাবে। অস্বাভাবিক চুল পড়ার পেছনে অবশ্য পরিবেশ দুষণ ও ভেজাল পণ্যের দায় অনেক। বর্তমানে চুল পড়ার সমস্যার ভুক্তভোগী ঘরে ঘরে। ফলে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই।
বিশেষজ্ঞদের মতে, দিনে ৫০-১০০টি চুল পড়া স্বাভাবিক। তার বেশি হলেই চিন্তার কারণ রয়েছে। তখনই পূর্ণ মনোযোগ দিতে হবে হেয়ার কেয়ার রুটিনে। তা না হলে চুল ঝরে মাথা ফাঁকা হয়ে যাবে অল্পদিনে।
অনেকে বিভিন্ন ঘরোয়া উপায়ে চুল পড়ার সমস্যার সমাধান করতে চান। সেক্ষেত্রে তেল মালিশ থেকে শুরু করে হেয়ারপ্যাক- এমন নানা উপায় ব্যবহার করে থাকেন। কিন্তু কিছুতেই এ সমস্যার সমাধান করতে পারছেন না। তবে আজকে এমন একটি তেলের কথা জানাবো, যা দিয়ে চুল মালিশ করলে সুফল মিলবে শতভাগ। সেটি হলো লেমনগ্রাস তেল। এই তেলটি দিয়ে মালিশ করলে হেয়ার ফল কমবে অল্পদিনে। আজ লেমনগ্রাস তেলের উপকারিতা নিয়েই জানাবো।