বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হয়েছেন শিক্ষার্থীসহ কয়েক শ মানুষ। এসব হত্যার ঘটনায় রাজধানী ঢাকাসহ সারা দেশে মামলা করা হচ্ছে। এসব মামলার এজাহারের বর্ণনা অনেকটা একই রকম। প্রধান আসামিদের নামও একই। অনেক মামলায় শতাধিক আসামির নামোল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হচ্ছে আরও ৪০০-৫০০ জনকে।
আইনজীবীরা বলছেন, ফৌজদারি কার্যবিধির ৩০২ ধারার মামলায় এজাহারের বর্ণনা সুস্পষ্ট হতে হয়। তবে আন্দোলন ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় যেসব মামলা হচ্ছে, সেগুলোর এজাহারে অস্পষ্টতা রয়েছে; যা মামলার দুর্বলতা। আবার আসামির সংখ্যাও অনেক। অজ্ঞাতনামা কয়েক শ আসামি থাকায় ‘বাণিজ্যের’ সুযোগও রয়েছে।