বন্যার বিরূপ প্রভাব পড়েছে চট্টগ্রাম বন্দরে। বিশেষ করে ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামের মীরসরাই অংশে বন্যার কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় বন্দরে কনটেইনার জটলা ফের বাড়ছে। গত তিনদিনে তিন হাজার কনটেইনার নতুন করে জমা হয়েছে বন্দরে। পাশাপাশি বেড়েছে বহির্নোঙরে খালাসের অপেক্ষায় থাকা জাহাজের সংখ্যাও।
বন্দরের জট কাটাতে পানগাঁওয়ে আমদানি পণ্য খালাসের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বিজিএমইএ, বিকেএমইএসহ সব আমদানি-রপ্তানিকারককে পানগাঁও অভ্যন্তরীণ কনটেইনার টার্মিনাল এবং চট্টগ্রাম বন্দর ব্যবহারের মাধ্যমে চট্টগ্রাম-ঢাকা-চট্টগ্রাম নৌপথযোগে আমদানি-রপ্তানির ধারা বজায় রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।