ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস

আজকের পত্রিকা প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১৩:৩৪

ভারী বৃষ্টিপাতের ফলে ত্রিপুরায় ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ভারতের এ অঞ্চলে এরই মধ্যে ২৪ জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭ লাখ মানুষ। এ অবস্থার মধ্যে ত্রিপুরায় আবারও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। 


ভারতের জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) আজ শনিবার পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলেছে, ত্রিপুরার দক্ষিণ, উত্তর, উনাকোতি এবং ধালাই বিভাগে (৭ থেকে ১১ সেন্টিমিটার) ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে ত্রিপুরার সব বিভাগে বজ্রসহ ঝড় হতে পারে। 



আইএমডির পূর্বাভাসে আরও বলা হয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাংশে একটি নিম্নচাপ তৈরির পরিস্থিতি সৃষ্টি হওয়ার ফলে শিগগির এই বৃষ্টি থামছে না। এ ছাড়া শনিবারের মধ্যে নিম্নচাপটি গঠিত হওয়া শুরু করবে। বঙ্গোপসাগরের নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে। ফলে এই নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের প্রভাবে আরও কয়েক দিন ভারী বর্ষণ হতে পারে ত্রিপুরায়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us