লাইভ: চারশ ছাড়িয়ে বাংলাদেশ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৪, ১২:১৭

সংক্ষিপ্ত স্কোর:


পাকিস্তান ১ম ইনিংস: ৪৪৮/৬ ডিক্লে.


বাংলাদেশ ১ম ইনিংস: ১২২ ওভারে ৪০১/৬


বাংলাদেশের চারশ, বিদেশের মাটিতে দশম


মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজের জুটিতে ব‍্যবধান কমিয়ে আনছে বাংলাদেশ। ১২২তম ওভারে দলের রান স্পর্শ করেছে চারশর ঠিকানা।


বিদেশে এ নিয়ে দশমবার কোনো টেস্টে চারশ স্পর্শ করেছে বাংলাদেশের রান।



লিটনের বিদায়ে ভাঙল শতরানের জুটি


একটু বাড়তি বাউন্সই হয়তো কাল হল লিটন দাসের জন‍্য। কাট করার চেষ্টায় কিপার মোহাম্মদ রিজওয়ানের গ্লাভসে ধরা পড়লেন এই কিপার-ব‍্যাটসম‍্যান।


নাসিম শাহর ডেলিভারি শরীরের বেশ কাছেই ছিল। একটু বাড়তি বাউন্সও করেছিল। তবুও কাট করার চেষ্টা করেন লিটন। ঠিক মতো পারেননি, ব‍্যাটের কানায় লেগে যায় রিজওয়ানের গ্লাভসে। ভাঙে ১৭১ বল স্থায়ী ১১৪ রানের জুটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us