ভারত থেকে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টির কারণে ফেনীর বন্যা পরিস্থিতি এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে। পানিতে ভাসছে ফেনী শহর। গোটা জেলায় প্রায় এক লাখ মানুষ পানিবন্দি অবস্থায় রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।
দুই দিন ধরে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট না থাকায় গ্রামে থাকা পরিবারের সদস্যদের অবস্থাও জানতে পারছেন না স্বজনরা। অসহায় অবস্থায় অনেকে নাম-ঠিকানা দিয়ে পরিবারের খোঁজ জানতে এবং উদ্ধার তৎপরতার জন্য সামাজিক যোগযোগমাধ্যমে পোস্ট দিচ্ছেন। তারা চেষ্টা করেও পরিবারের সদস্যদের কাছে পৌঁছাতে পারছেন না।
স্থানীয়রা বলছেন, ফেনীতে এমন ভয়াবহ বন্যা আগে কখনো দেখেননি তারা। বিশেষ করে ফেনী শহরে পানি ওঠায় রীতিমতো অবাক সবাই। জেলার প্রায় প্রতিটি উপজেলা বন্যা কবলে পড়েছে।