পাবলিক বিশ্ববিদ্যালয় এবং উপাচার্য পদ নিয়ে আমার সুনির্দিষ্ট কিছু ভাবনা আছে। সেই ভাবনার বাস্তবায়ন সম্ভব, যদি কেউ আন্তরিক হন। যদিও ভিসি হওয়ার ব্যাপারে আমার আগ্রহ নেই বললেই চলে। কিন্তু যিনি ভিসি হবেন তিনি যদি এইসব বিষয় মাথায় রাখেন তবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান আরও মজবুত হবে এবং শিক্ষার্থীদের জীবন মঙ্গলময় হবে।
আমার ভাবনা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয় হবে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়। একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেবল শিক্ষার্থীদের আবাসিক ব্যবস্থা থাকবে এবং থাকা উচিত বলে আমি মনে করি। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে শিক্ষক কর্মচারীদের আবাসিক এলাকা।