১. নতুন দক্ষতা
সময়ের সঙ্গে নিজেকে এগিয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। ভবিষ্যতের অর্থনীতিতে যে দক্ষতাটি সবচেয়ে জরুরি, সেটি আপনাকে আয়ত্ত করতেই হবে। ইংরেজি জানা, কম্পিউটার জ্ঞান, তৃতীয় আরেকটি ভাষা জানা, প্রতিনিয়ত নতুন কিছু শেখা—এগুলো সব সময় কাজে দেবে। এসবের বাইরে সব সময়ই নানা ধরনের ফ্রি কোর্স চলতে থাকে। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকেও নানা সময়ে কর্মশালা আর প্রশিক্ষণের ব্যবস্থা থাকে। সেখানেও যুক্ত হতে পারেন। বিষয় হলো, কোথাও আটকে থাকা যাবে না। সম্ভাবনাগুলো প্রতিনিয়ত যাচাই করে দেখতে হবে। নিজেকে আরও বেশি করে দক্ষ, যোগ্য করে তুলুন।
২. ডিজিটাল পোর্টফোলিও
আপনার কি লিংকডইনে অ্যাকাউন্ট আছে? না থাকলে খুলে ফেলুন। বর্তমানে পেশাদার কাজের নেটওয়ার্কিংয়ের জন্য লিংকডইন গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।