নিজেও জানতেন না তাঁর জীবনের গল্পটি হবে সিনেমার মতোই

প্রথম আলো প্রকাশিত: ২১ আগস্ট ২০২৪, ১৯:৫৮

স্কুলে পড়ার সময়ই অভিনয়ের প্রেমে পড়েন। কলেজে পড়ার সময় শুরু করেন অল্প পরিসরে মডেলিং। কিন্তু পরিবার চাইত, অভিনয় না করে চাকরি করুক মেয়ে। পরে কিছু কাজে জনপ্রিয়তা পেলে আর কেউ বাধা হতে পারেননি। মিউজিক ভিডিও দিয়ে শুরু করেন। তাঁকে সবচেয়ে বেশি পরিচিতি এনে দেয় সালমানের খানের সঙ্গে ‘তেরে নাম’ সিনেমা। পাঠক হয়তো বুঝেছেন, বলছি ভারতের অভিনেত্রী ভূমিকা চাওলার কথা। আজ তাঁর জন্মদিন। মিড ডে, আইএমডিবি, হিন্দুস্তান টাইমস, উইকিপিডিয়া অবলম্বনে ভূমিকাকে নিয়ে জেনে নিতে পারেন জানা-অজানা কথাগুলো।


কীভাবে ক্যারিয়ার শুরু


তাঁর জন্ম পাঞ্জাবি পরিবারে। পড়াশোনা করেছেন দিল্লিতে। ভূমিকার জন্ম ১৯৭৮ সালের ২১ আগস্ট। তাঁর পারিবারিক ডাকনাম নাম রচনা। বাবা সেনাবাহিনীর চাকরি করতেন। যে কারণে বাসায় কড়া নিয়মের মধ্যে বড় হয়েছেন। বলা ভালো, নিয়মানুবর্তিতার মধ্যে থাকতে হয়েছে, সেগুলোই তাঁর কাছে কড়া মনে হতো। এখান থেকে বের হয়ে অভিনয় করা সহজ কথা ছিল না। ১৯৯৭ সালে তিনি কাজের জন্য মুম্বাইতে চলে আসেন। শুরুতে নাম লেখান মিউজিক ভিডিওতে। ১৯৯৮ সালে ‘মাসুম তেরা চেহরা’ স্বল্পদৈর্ঘ্য সিনেমায় নাম লেখান। কিছু বিজ্ঞাপনচিত্রেও দেখা গেছে। প্রথম ২০০০ সালে তেলেগু সিনেমায় অভিনয় করেন। শুরু হয় পথচলা। হয়তো নিজেও জানতেন না তাঁর জীবনের গল্পটি হবে সিনেমার মতোই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us