নিজের যত্নে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। রাতজাগাসহ নানা কারণে চোখের নিচে কালচে দাগ পড়লেও অনেকে চিন্তায় পড়ে যান। কারও চিন্তা আবার ডাবল চিন বা জোড়া থুতনি।
কারও মনঃকষ্টের কারণ পাতলা ঠোঁট। এসব সমস্যারই কার্যকর সমাধান দিতে পারে লেজার ও অ্যাস্থেটিক চিকিৎসাপদ্ধতি। ত্বকে নানা রকম পরিবর্তন আনতেও তাই ছুরি–কাঁচির বদলে অনেকে ভরসা করছেন লেজারপদ্ধতি। কারণ, এই পদ্ধতিতে কোনো রকম কাটাছেঁড়া না করেই কসমেটিক সার্জারি করে ফেলা যায়। বাংলাদেশের অনেক চিকিৎসকই এখন উন্নত এই চিকিৎসাপদ্ধতি অনুসরণ করছেন। একাধিক ক্লিনিকেই এখন এসব সেবা দেওয়া হচ্ছে।