স্থানীয় সরকারের চার ধাপে সিটি মেয়রসহ এক হাজার ৮৭৬ জনপ্রতিনিধিকে অপসারণ করা হয়েছে সোমবার (১৯ আগস্ট) দিনভর। ১২ সিটি মেয়র, ৬০ জেলা পরিষদের চেয়ারম্যান, ৪৯৩ উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার চেয়ারম্যান, ৪৯৪ উপজেলা ভাইস চেয়ারম্যান এবং ৪৯৪ মহিলা ভাইস চেয়ারম্যানকে অপসারণ করলো অন্তর্বর্তী সরকার।
অপসারণ হওয়া জনপ্রতিনিধিদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
এর আগে গত শনিবার বিশেষ পরিস্থিতিতে এসব জনপ্রতিনিধি অপসারণের সুযোগ রেখে অধ্যাদেশ জারি করা হয়।
সোমবার স্থানীয় সরকার বিভাগ পৃথক পৃথক প্রজ্ঞাপনে অপসারণ করা মেয়র ও চেয়ারম্যানদের জায়গায় সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। তারাই মূলত এখন কার্যক্রম দেখভাল করবেন।