শিল্পীদের প্রতিবাদের ভাষাও হতে হবে শৈল্পিক: মেহজাবীন

ডেইলি স্টার প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৪, ১৭:০৮

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের পক্ষে সরব থাকতে দেখা গেছে দর্শকপ্রিয় অভিনয়শিল্পী মেহজাবীনকে। পরে হত্যা-নিপীড়নের প্রতিবাদে অন্য শিল্পীদের সঙ্গে রাজপথেও দাঁড়িয়েছেন তিনি।


বাংলাদেশের ইতিহাসকে একটি নতুন বাঁকের মুখে দাঁড় করিয়ে দেওয়া এ আন্দোলন নিয়ে মেহজাবীন দ্য ডেইলি স্টারকে বলেন, 'দেশ নতুন করে স্বাধীন হয়েছে । ছাত্র-জনতার বিজয়ের দিন ঘর থেকে বের হয়েছি আমিও । নিজে বের হয়ে সবার আনন্দ-উল্লাস দেখেছি । জীবনে এমন ঘটনা দেখাও  অনেক  আনন্দের ।'


আন্দোলনের সময় ছাত্র-জনতার পক্ষে অনেক শিল্পী কথা বলতে ভয় পেলেও মেহজাবীন ছিলে ব্যতিক্রম। এই অবস্থান নিয়ে তার ভাষ্য, 'আমি মনে করি সবকিছুর ওপর  মানুষের ব্যক্তি স্বাধীনতা থাকা প্রয়োজন । দিন শেষে অন্যায়ের প্রতিবাদ করতে হবে । আমিও নিজের মতো করে প্রতিবাদ করেছি । ছাত্রদের আন্দোলনকে সমর্থন করেছি । নিজের মতো করে প্রতিবাদ করেছি ।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us