ভারতে ২০২৪ সালের প্রথমার্ধে (জানুয়ারি থেকে জুন) স্মার্টফোন বিক্রি বেড়েছে ৭ দশমিক ২ শতাংশ। এ সময় দেশটিতে বিক্রি হয়েছে ৬ কোটি ৯ লাখ ইউনিট স্মার্টফোন। এদিকে বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) সাড়ে তিন কোটি স্মার্টফোন বিক্রি হয়েছে দক্ষিণ এশিয়ার দেশটিতে, যা ২০২৩ সালের তুলনায় ৩ শতাংশ বেশি। বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর গ্যাজেটস থ্রিসিক্সটি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বছরের বাকি সময়গুলোয় স্মার্টফোন বিক্রি কেমন হবে তা বছরের দ্বিতীয় প্রান্তিকের দ্বিতীয়ার্ধের ওপর নির্ভর করে। কারণ দ্বিতীয় প্রান্তিকের মাঝামাঝি থেকে অনেক নতুন স্মার্টফোন বাজারে এনেছে নির্মাতারা। এ নতুন মডেলগুলোর বেশির ভাগই মিড-প্রিমিয়াম ও প্রিমিয়াম সেগমেন্টের ছিল। অর্থাৎ নতুন মডেলগুলোর প্রবর্তন বছরের বাকি সময়ে স্মার্টফোন বিক্রিকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করতে পারে।