সময়টা ভালো যাচ্ছে না অভিনেতা ফেরদৌস আহমেদের। সাত মাসের মাথায় হারিয়েছেন সংসদ সদস্য পদ। এর পর থেকে আওয়ামী লীগের অন্য এমপিদের মতো ফেরদৌসেরও কোনো খোঁজ মিলছে না। এবার জানা গেল, ছাত্র আন্দোলনে নীরব থাকায় টালিউডের একটি সিনেমা থেকে বাদ পড়েছেন তিনি।
অর্কদীপ মল্লিকা নাথের ‘মীর জাফর চ্যাপ্টার টু’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গতকাল সিনেমার প্রযোজক রানা সরকার জানালেন, এ সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। রানা সরকার বলেন, ‘সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে।