দক্ষিণাঞ্চলের মানুষের গল্পে নির্মিত ওয়েব সিরিজ ‘ফেউ’ আসছে আগামীতে।
সিরিজটি দুই সিজনে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন পরিচালক সুকর্ণ শাহেদ ধীমান।
কিছুদিন আগে শুটিং শেষ হয়েছে জানিয়ে ধীমান বলেছেন, সিরিজের প্রথম সিজনে থাকছে সাতটি পর্ব; আর দ্বিতীয়টিতে পাঁচটি পর্ব রাখার পরিকল্পনা করা হয়েছে। দুই সিজন প্রচারের মধ্যে ব্যবধান থাকবে কয়েক মাস।