শিগগির জানা যাচ্ছে না নিহতের প্রকৃত সংখ্যা

সমকাল প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৪, ০৮:২৮

কোটা সংস্কার থেকে সরকার পতনের এক দফা আন্দোলন। গণঅভ্যুত্থানে সরকার পতনের পর হামলা-সহিংসতা। এর মধ্যেই নিভেছে শত শত প্রাণ। আদতে কত প্রাণক্ষয়? কত আহত, কত পঙ্গু কিংবা কতজনই বা হারিয়েছেন চোখের আলো– এসব নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। কারও কাছে নেই নিহত-আহতের সঠিক পরিসংখ্যান। তবে হতাহত ব্যক্তির পরিচিতিসহ একটি পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এজন্য ১৩ সদস্যের একটি কমিটি করা হয়েছে। 



জাতিসংঘ তাদের প্রতিবেদনে বলেছে, ১৬ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অন্তত ৬৫০ জনের মৃত্যু হয়েছে। তবে ভারতীয় একটি গণমাধ্যমকে সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা (বর্তমানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ছাত্র আন্দোলনে এক হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আন্দোলন ঘিরে হতাহতের তথ্য সংগ্রহে ছাত্রদের উদ্যোগে তৈরি হয় ‘শহীদ ইনফো’ নামে একটি ওয়েবসাইট। গতকাল শনিবার পর্যন্ত সেখানে ৪৯০ জনের বেশি নাম-পরিচয় উঠেছে। আহত অন্তত ৩৩ হাজার। আর সমকাল নিজস্ব অনুসন্ধানে গতকাল পর্যন্ত অন্তত ৬২২ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত হতে পেরেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us