টিকটক ট্রেন্ড মুন ফেসের বিপদ জেনে নিন

আজকের পত্রিকা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪, ১৪:৪৯

টিকটকের ট্রেন্ড এখন কর্টিসল ফেস বা মুন ফেস। এটি মানুষের চেহারার আকৃতিগত একধরনের পরিবর্তন নিয়ে আসে। এখন অনেকের কাছেই এটি ছবি তোলার পছন্দের ফিল্টার।  ফিল্টারটি মুখে কিছুটা ফোলা ভাব আনে। ফলে মুখমণ্ডল কিছুটা গোল দেখায়। তবে কৃত্রিমভাবে তৈরি এই ফিল্টার আসল চেহারার ধরন থেকেই উঠে এসেছে। এ ধরনের কর্টিসল ফেস উচ্চমাত্রার চাপের কারণে তৈরি হয়। 
ট্রেন্ডি ফিল্টার বলে কর্টিসল ফেস অনেকের কাছে স্বাভাবিক আর সুন্দর মনে হতে পারে। তবে এর সঙ্গে কুশিং সিনড্রোমের কিছু উপসর্গের মিল পাওয়া যায়।



শরীরে কর্টিসলের অতিরিক্ত উৎপাদন হলে এমন অবস্থার সৃষ্টি হয়। কুশিং সিনড্রোম খুব বিরল। এর কারণে স্ট্রেস প্রদাহ হতে পারে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সাধারণত মুখ ফোলার এটিই সম্ভবত একমাত্র কারণ নয়। চিকিৎসক এবং মূর্তি হেলথের সহপ্রতিষ্ঠাতা বিজয় মূর্তি বলেছেন, মানসিক চাপ অনুভব করলেই যে কর্টিসল ফেস হবে, ব্যাপারটা এমন নয়। যদিও দীর্ঘস্থায়ী উচ্চ কর্টিসলের মাত্রায় মুখের ফোলা ভাব হতে পারে। তবে বেশির ভাগ ক্ষেত্রে এটি প্রতিদিনের মানসিক চাপের চেয়ে বেশি গুরুতর অন্তঃস্রাবী রোগের কারণে দেখা যায়।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us