ছয় তারের জাদুকর আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, গীতিকার ও সুরকার। আজ এই কিংবদন্তির জন্মদিন। বেঁচে থাকলে ৬৩ বছরে পা রাখতেন এই রক লিজেন্ড।
দিনটিকে সামনে রেখে আইয়ুব বাচ্চুর স্মৃতি স্মরণ করেছেন তার অনেক শ্রোতাপ্রিয় গানের গীতিকার লতিফুল ইসলাম শিবলী।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'তার (আইয়ুব বাচ্চু) গান লিখে মানুষের অনেক ভালোবাসা পেয়েছি। পাশাপাশি কিংবদন্তি ব্যান্ড এলআরবির শ্রোতাপ্রিয় গান লেখার জন্য এক হাজার ডলার রয়্যালিটি পেয়েছি, যা আমার গান লেখা জীবনে প্রথম পাওয়া কোনো রয়্যালিটি। একজন গীতিকার হিসেবে এটা অনেক বড় অর্জন। এজন্য বাচ্চু ভাইয়ের পরিবার, ব্যান্ডের সদস্যদের প্রতি অনেক কৃতজ্ঞতা।'