বেলা সাড়ে তিনটা, কোতোয়ালী থানার ‘যাত্রী সেবা’ ঘরে বসে আছেন এক পুলিশ সদস্য। তাকে ঘিরে বসে আছেন কিছু সাধারণ মানুষ, যাদের বেশিরভাগই থানায় এসেছেন সাধারণ ডায়েরি বা জিডি করতে।
ডিউটি অফিসারের দায়িত্বে থাকা এএসআই মাহবুব বললেন, থানার ভেতরে বসার অবস্থা নেই। পরিষ্কার আর সংস্কারের কাজ চলছে। তাই এই কক্ষে বসেই কাজ করতে হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তার ভাষ্য, ৮ অগাস্ট থেকে তারা স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন। লোকজন আসছেন সেবা নিতে তবে বেশিরভাগ জিডি করতে। এর মধ্যে আবার মোবাইল হারানোর জিডিই বেশি।
গত ৫ অগাস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে দেশান্তরী হন শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন স্থানের মত চট্টগ্রামেও পুলিশের বিভিন্ন স্থাপনায় হামলা হয়।