ঢালিউডে তখন ক্রান্তিকাল। ওই সময়ে ‘কোটি টাকার কাবিন’, ‘পিতার আসন’, ‘চাচ্চু’, ‘দাদীমা’ সিনেমাগুলো ঢালিউডে যেন নতুন প্রাণ সঞ্চার করেছিল। ছবিগুলোর প্রযোজক ছিলেন আলোচিত খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। কেবল প্রযোজক নয়, অভিনয়শিল্পী হিসেবেও প্রতিটি ছবিতে পাওয়া যেত তাকে। সেসময় বেশ ভালো ব্যবসা করতো তার ছবিগুলো। বলা চলে, মুমূর্ষু ইন্ডাস্ট্রিকে উঠে দাঁড়াতে অনেকটাই সাহায্য করেছিল ওই সিনেমাগুলো। ঢালিউডের সেই ডিপজল-যুগ কি আবার ফিরছে?
গতকাল জানা গেছে ‘অমানুষ হলো মানুষ’ নামে একটি সিনেমা আসছে, প্রযোজক ডিপজল। চলতি বছর বেশ কয়েকবার মুিক্তর তারিখ ঘোষণা করলেও মুক্তি পায়নি ছবিটি। অবশেষে নিশ্চিত হওয়া গেল, চলতি মাসেই প্রেক্ষাগৃহে আসছে ছবিটি। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জয় চৌধুরী ও মৌ খান। ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন ডিপজলও। বর্তমান সমাজব্যবস্থার নানা অসঙ্গতি ও সংঘাতের গল্প নিয়ে ‘অমানুষ হলো মানুষ’ পরিচালনা করছেন মনতাজুর রহমান আকবর।