সবকিছু একরকম নিশ্চিতই ছিল। বাকি ছিল কেবল আনুষ্ঠানিক ঘোষণার। এবার সেটিও হয়ে গেল। ম্যানচেস্টার সিটি ছেড়ে আতলেতিকো মাদ্রিদে যোগ দিলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেস।
২৪ বছর বয়সী এই তারকাকে ছয় বছরের চুক্তিতে দলে টানার কথা সোমবার বিবৃতি দিয়ে জানিয়েছে লা লিগার দলটি। ট্রান্সফার ফি অবশ্য প্রকাশ করা হয়নি। তবে ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, প্রাথমিকভাবে আতলেতিকোর খরচ হবে সাড়ে ৭ কোটি ইউরো। বিভিন্ন বোনাসসহ অঙ্কটা হতে পারে সাড়ে ৯ কোটি ইউরো।
সিটির কোনো খেলোয়াড় বিক্রির দামের রেকর্ড এটি। পেছনে পড়ে গেল ২০২২ সালে চেলসির কাছে ৫ কোটি পাউন্ডে ইংলিশ উইঙ্গার রাহিম স্টার্লিংকে বিক্রির রেকর্ড।