ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার শিকার হয়েছেন মহাপরিচালক লিয়াকত আলী লাকীর অনুসারী হিসেবে পরিচিত কয়েকজন কর্মকর্তা।
তারা রোববার কর্মক্ষেত্রে যোগ দিতে এসে হামলার শিকার হন বলে একাডেমির কর্মীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
এছাড়া অন্তত ১৫ জন কর্মকর্তার কক্ষে তালা দিয়েছেন বিক্ষুব্ধরা। যাদের কক্ষ তালা দেওয়া হয়েছে, তারা ‘লাকীর লোক’ হিসেবে একাডেমিতে পরিচিত। কোনো কোনো কর্মকর্তার কক্ষ ভাঙচুরেরও অভিযোগ উঠেছে।