অলিম্পিকের নারী ম্যারাথনে ইতিহাস গড়েছেন ডাচ দৌড়বিদ সিফান হাসান। ইথিওপিয়ার টাইজেস্ট আসিফার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর স্বর্ণ পদক জয় করেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে অলিম্পিক ম্যারাথনে প্রথম স্বর্ণ জয়ের কৃতিত্ব এখন তার।
প্যারিস অলিম্পিকের মেয়েদের ম্যারাথনে স্বর্ণ পদক জয় করতে ২ ঘণ্টা ২২ মিনিট ৫৫ সেকেন্ডে দৌড় শেষ করেন সিফান। ২০১২ লন্ডন অলিম্পিকে ইথিওপিয়ার টিকি জেলানার গড়া রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখেছেন তিনি। লন্ডন অলিম্পিকে ২ ঘণ্টা ২৩ মিনিট ৭ সেকেন্ড সময় নিয়ে সে রেকর্ড গড়েছিলেন জেলানা।